আমার বাপ চাচারা আগে শরীয়তপুর আইলে একটা মেয়ের বিয়া এখানে দিয়া যাইতো- ব্যারিস্টার সুমন

গতকাল ১৩ জানুয়ারি ব্যারিস্টার সুমন তার একাডেমি নিয়ে খেলতে এসে শরীয়তপুরের ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়ে বলেন, আমাদের এলাকায় সাধারত নিজেদের এলাকার মধ্যে বিয়া হয়ে থাকে। কিন্তু আমার বাপ চাচারা আগে শরীয়তপুর আইলে একটা মেয়ের বিয়া শরীয়তপুর দিয়া যাইতো। 

তিনি আরো বলেন, আমরা আজকে একটা উপজেলা থেকে প্লেয়ার নিয়া শরীয়তপুর খেলতে আসছি। আজকে এটা প্রমান করতে চাই, যত্ন করলে একটা উপজেলা থেকে যে কত ভালো প্লেয়ার তৈরি করা যায়।

ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন পালং জাজিরা ফুটবল একাদশ,শরীয়তপুর। 

গতকাল বিকাল ৩: ৩০ শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি,জেলা প্রশাসক পারভেজ হাসান,ব্যারিস্টার সুমন সহ বিশেষ অতিথিদের সাথে নিয়ে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন।

১-০ গোলের ব্যবধানে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে হারিয়ে পালং জাজিরা ফুটবল একাদশ জয়ী হয়।

Share this news on: